*** অষ্ঠম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিভাগে নিয়মিত কোচিং -এ ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01812754700, 01835889444. ***

Saturday, November 25, 2017

প্রতিভা কুইজ প্রতিযোগিতা-২০১৭ এর ফলাফল ঘোষণা

নিউরন কোচিং-এর পক্ষ থেকে সকল প্রতিযোগীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
আগামী ০১/১২/২০১৭ ইং রোজ শুক্রবার সকাল ১০টায় কুইজের ফলাফল ঘোষণা করা হবে। সবাইকে আমাদের কোচিং -এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Wednesday, November 22, 2017

সাবলীল ইংরেজি লিখতে চান?

টুকটাক ইংরেজিতে কথা বলতে পারলেও আমাদের অনেকেরই লেখার অবস্থা নড়বড়ে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতায় লেখালেখি থেকে শুরু করে গবেষণাপত্র, ভিনদেশে ফেলোশিপ বা বৃত্তির জন্য আবেদনপত্র, ‘স্টেটমেন্ট অব পারপাস’সহ অনেক লেখাই ঠিক মানসম্পন্ন হয় না। দুর্বল বাক্যগঠন আর অসামঞ্জস্যপূর্ণ ভাষারীতি আমাদের পিছিয়ে দেয়। ইংরেজিতে প্রাঞ্জল আর সাবলীল লেখালেখির উপায় নিয়ে কথা হলো একটি আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কর্মরত নাবিরা রহমানের সঙ্গে। তিনি ২০১৪ সালে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইয়ুথ ফোরাম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। বললেন, কীভাবে ইংরেজি লেখায় প্রাঞ্জলতা আনা যায়।
নিয়মিত লিখুন, প্রতিদিন অন্তত ৩০০ শব্দ
নিয়মিত ইংরেজিতে লেখা হয় না বলেই আমরা অনেকে ইংরেজি লিখতে ভয় পাই। এই দুর্বলতা কাটানোর প্রথম এবং সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন লেখা। নিয়ম করে প্রতিদিন অন্তত ৩০০ শব্দে কিছু না কিছু লিখুন। যেকোনো বিষয়ে সকালে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে লিখে ফেলুন। প্রথম দিকে লেখালেখির শুরুতে হয়তো কিছুটা জড়তা

ইংরেজি ২য় পত্র-Narration

Narration

প্রিয় পরীক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ৭ নম্বর প্রশ্নের Narration নিয়ে আলোচনা করব। এ প্রশ্নে একটি Text দেওয়া থাকবে। পরীক্ষায় Direct থেকে Indirect অথবা Indirect থেকে Direct যেকোনোভাবেই প্রশ্ন আসতে পারে।
Change the following speech.
Set-11
“You look a little bit like my mother,” he said “especially in the dark by the fire.” “But you were only four Jerry, when you came here. You have remembered how she looked all these years?” “My mother lives in Mannville,” he said.
Answer-11: Jerry told me that I looked a little bit like his mother especially in the dark by the fire. I told him that he had been only four when he had gone there. Being surprised I asked him if he had remembered how she had looked all those years. He replied that his mother lived in Mannville.
Set-12
“Follow my example” she said, as we shook hands “and never eat more than one thing for luncheon.” “I’ll do better than that” I said, “I’ll eat nothing for dinner tonight”
Answer-12 : As we shook hands she advised me to follow her example and never to eat more than one thing for luncheon. I said that I would do better than that and added that I would eat nothing for dinner that night.
Set-13
“May I come in, sir?” a boy standing at the door said to him. Then without waiting for his reply the boy entered the room and said, “Sir, I have come from Palashpur with a letter from Mr. Ajit Bose.” “Ajit Bose? How is he?” he said smiling. “He is not well. He has been suffering from a serious illness for two years,” the boy said. “How sad it is! May God cure him,” he said.
Answer-13 : A boy standing at the door respectfully asked if he might go in. Then without waiting for his reply the boy entered the room and respectfully said that he had gone from Palashpur with a letter from Mr. Ajit Bose. Being surprised he asked him smiling if he had really gone from Ajit Bose. He again asked how he was. The boy replied that he was not well and added that he had been suffering from a serious illness for two years. He exclaimed with sorrow that it was very sad and prayed that God might cure him.
সূত্রঃ প্রথম আলো

বাংলা ২য় পত্র

ব্যাকরণ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৩ নম্বর প্রশ্নোত্তর আলোচনা করা হলো। প্রশ্ন: বিশেষ্য পদের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: বই, নদী, পাখি, ফুল, ঢাকা, ইত্যাদি। বিশেষ্য পদের কয়েকটি শ্রেণীবিভাগ আছে। যেমন:
১। সংজ্ঞাবাচক বিশেষ্য: যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন: আকবর, রানা, লন্ডন, তাজমহল ইত্যাদি।
২। স্থানবাচক বিশেষ্য: যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝায়, তাকে স্থানবাচক বিশেষ্য বলা হয়। যেমন: রাজশাহী, ময়নামতি ইত্যাদি।
৩। বস্তুবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, শুধু পরিমাণ নির্দেশ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন: পানি, লবণ ইত্যাদি।
৪। জাতিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, মুসলমান, হিন্দু ইত্যাদি।
৫। গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি।
৬। ক্রিয়াবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন: ঘুমান, গমন, যাওয়া ইত্যাদি।
৭। সমষ্টিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে সমষ্টি বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন: জনতা, সমিতি, সভা, দল ইত্যাদি।
সুত্রঃ প্র্থম আলো

Write an e-mail to your friend requesting him to return the book immediately.



-মেইল লিখন
প্রিয় শিক্ষার্থী, কমপোজিশন অংশ থেকে একটি formal letter অথবা E-mail থাকবে। E-mail লেখার সময় প্রেরক এবং প্রাপকের E-mail address লিখতে হবে এবং formal language ব্যবহার করবে

From: Mugdho < hsmugdhodrmc@yahoo.com>
To : Niladry Raiyan < nraiyan2012drmc@yahoo.com>
Subject: Request to return a book.

Dear Niladry,
It is pretty long time you borrowed a book entitled “A Book of English Grammar and Composition” from me but you have not yet returned it to me. Perhaps you have forgotten it. However, Junior School Certificate Examination-2013 is knocking at the door. So, I have to study more and more. I have revised the syllabus of almost all the subjects except English Second Paper. At this moment I need it badly. Friend, I think you have already realized the importance of the book. So, I would be highly delighted provided that you return the book as early as possible.
Thanking you,
Mugdho.

Tuesday, November 21, 2017

সাধারণ জ্ঞানঃ পর্ব-০১

  • ঢাকার প্রতিপাদ স্থান- চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
  • বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশ পেয়েছে-১৯,৪৬৭ বর্গ কি. মি ।
  • পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ-উত্তর আমেরিকা।
  • পৃথিবীর শুষ্কতম দেশ-হংকং।
  • পৃথিবীর বৃহিতম জলপ্রপাত-নায়াগ্রা।
  • লাল করিডোর অবস্থিত-ভারতে।
  • সামুদ্রিক সম্পদের অপর নাম-ব্লু-ইকোনোমি
  • চিনির আধার বলা হয়-কিউবাকে।
  •  জনপদ রোড-ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
  • ওশেনিয়ার বৃহত্তম সাগর-ভাসমান সাগর। 
  • সূর্য সারা বছর কোথায় লম্বভাবে কিরণ দেয়-নিরক্ষরেখায়।
  • ব্রিটেন ও আর্জেন্টিনার মাঝে বিরোধপূর্ণ দ্বীপ-ফকল্যান্ড।
*** আরো তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

Early Rising



Early rising means the habit of getting up from bed early in the morning. This habit is very useful to a man in various ways. Regarding it there is an English proverb: “Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.” Really this proverb is correct. An early riser finds enough time to take some exercise or a walk in the morning air. The morning air refreshes both his mind and body. This certainly improves his health and gives him energy for the day’s work. This habit also enables a man to begin his day’s work early. He gets plenty of time to perform his duties and hence he becomes wealthy. The habit gives him an opportunity to enjoy the beauties of nature. So, we should form the habit of early rising for the happiness and prosperity of our life.

A winter morning



A winter morning is misty and cold. There is dense fog everywhere. Sometimes the fog is so dense that the sun rays cannot get through it. Everything looks hazy. Things at distance can hardly be seen. The sun seems to rise late. Children and old people suffer from the pinching cold of the morning. Dew drops fall at night. When the morning sun peeps, they look like glittering pearls on grasses. Children and old people gather straw and make fires to warm themselves. The old people bask in the sun. Then people likes to eat Chira, Muri, Khai and various kinds of pithas. Winter morning gradually vanishes as the day advances. The sun goes up, fog melts away and people go to their respective duties.