*** অষ্ঠম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিভাগে নিয়মিত কোচিং -এ ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01812754700, 01835889444. ***

Wednesday, January 31, 2018

ক্লাস-৬ঃ বিভিন্ন ধরণের টেক্সট ফরম্যাটিং

  • Paragraph-প্যারাগ্রাফঃ প্যারা জাতীয় কোনো কিছু ওয়েব পেইজে লিখার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হয়।
<p>This is paragraph</p>
<p align="right">This is paragraph</p>
<p align="center">This is paragraph</p>
Note: এখানে align হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের এট্রিবিউট এবং right, center এগুলো হচ্ছে এট্রিবিউটের ভ্যালু।

  • প্যারাগ্রাফের কোনো অংশকে গাঢ় বা মোটা করতে চাইলে <b> ট্যাগটি ব্যবহার করা হয়। যদি মোটা বা গাঢ় অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তবে <strong> ট্যাগটি ব্যবহার করা হয়।
<b>This is bold </b>
<strong>This is strong </strong>

  • প্যারাগ্রাফের কোনো অংশকে বাঁকা বা ইটালিক করতে চাইলে <i> ট্যাগটি ব্যবহার করা হয়। যদি বাঁকা অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তবে <em> ট্যাগটি ব্যবহার করা হয়।
<i>This is italic</i>
<em>This is emphasized</em>

  • প্যারাগ্রাফের কোনো অংশকে আন্ডার লাইন করতে চাইলে <u> ট্যাগটি ব্যবহার করা হয়। যদি আন্ডার লাইন অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তবে <ins> ট্যাগটি ব্যবহার করা হয়।
<u>This is underline</u>
<ins>
This is inserted</ins>

  • প্যারাগ্রাফের কোনো অংশের ফন্টের সাইজ সাধারণ সাইজ থেকে ছোট করতে চাইলে <small> ট্যাগটি ব্যবহার করা হয়। <small>This is small</small>
  • প্যারাগ্রাফের কোনো অংশকে হাইলাইট বা মার্ক করতে চাইলে <mark> ট্যাগটি ব্যবহার করা হয়। <mark>This is marked text</mark>


    প্যারাগ্রাফের কোনো অংশকে কেটে দিতে চাইলে <del> ট্যাগটি ব্যবহার করা হয়।
    <del>This is deleted text</del>
    <s>This is deleted text</s>


    • Subscript : 
    <sub>This is subscript text</sub>
    উদাহরণঃ ধরুন আমরা পানির রাসায়নিক সংকেত লিখবো। যেমন- H2O
    H <sub>2</sub>O
    আরো কিছু উদাহরণ দেখা যাক, এবার আমরা সালফিউরিক এসিডের সংকেত লিখবো। যেমনঃ H2SO4

    H <sub>2</sub>SO<sub>4</sub>

    • Superscript : 

    <sup>This is superscript text</sup>

    • Preformated Text
    <pre>
    This     is  pre      formated text
    </pre>
  • Abbreviation: 
    <abbr title="Abbreviation">This is used for abbreviation</abbr>

    •  Quotation:  <q>This is used for quotation</q>
    •  Blockquote:
      <blockquote>
      This is used for blockquote
      </blockquote>
    •  Change Text Direction : <bdo dir="rtl">This is used for text direction</bdo>
      <bdo dir="ltr">This is used for text direction</bdo>

      • This is used for key board shortcut. For example: To save a document press <kbd>ctrl+s</kbd>

     



Tuesday, January 30, 2018

ক্লাস-০৫ঃ HTML Paragraphs

আজকে তিনটি বিশেষ ট্যাগ নিয়ে আলোচনা করবো।
1. Paragraph
2. Line Break
3. Preformatted Text
বর্ণনাঃ
১. Paragraphঃ প্যারা জাতীয় কোনো কিছু লিখার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়।
উদাহরণঃ
<html>
<head>
 <title>Paragraph</title>
</head>
<body>
<p>This is paragraph</p>
</body>
</html>

আউটপুটঃ
This is paragraph

২.  Line Break ঃ কোনো টেক্সট কনটেন্টে নতুন লাইনের প্রয়োজন হলে তখন লাইন ব্রেক করতে হয় অর্থাৎ, <br> ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগের কোনো শেষ ট্যাগ অর্থাৎ, ক্লোজিং ট্যাগ নেই।
নোটঃ যেসব ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই তাদের এম্পটি ট্যাগ বলা হয়।
উদাহরণঃ
<p>This is<br>a paragraph<br>with line breaks.</p> 
 
আউটপুটঃ
This is
a paragraph
with line breaks

৩. Preformatted Textঃ এইচটিএমএল এ সাধারণত শুধুমাত্র একটি স্পেস তৈরি করে। যদি ইচ্ছা মত টেক্সটকে ফরম্যাটিং করতে চাই তবে <pre>.....</pre> ট্যাগটি ব্যবহার করতে হয়।
উদাহরণঃ
<pre>
  My Bonnie lies over the ocean.

  My Bonnie lies over the sea.

  My Bonnie lies over the ocean.

  Oh, bring back my Bonnie to me.
</pre>
 
আউটপুটঃ
  My Bonnie lies over the ocean.

  My Bonnie lies over the sea.

  My Bonnie lies over the ocean.

  Oh, bring back my Bonnie to me.
 
এখানে লাইন ব্রেক ব্যবহার করা হয়নি। তারপর ও ভিন্ন ভিন্ন লাইনে লিখা গুলো আসার কারণ হলো <pre> ট্যাগের ব্যবহার।
 
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। লিখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। 

ক্লাস-০৪ঃ HTML Headings

এইচটিএমএল হেডিংঃ এইচটিএমএল হেডিং কে <h1> থেকে <h6> দ্বারা ডিফাইন করা হয়।
নিচে উদাহরণের সাহায্যে দেখানো হলোঃ
<html>
<head>
    <title>.............</title>
</head>
<body>

<h1>This is heading 1</h1>
<h2>This is heading 2</h2>
<h3>This is heading 3</h3>
<h4>This is heading 4</h4>
<h5>This is heading 5</h5>
<h6>This is heading 6</h6>

</body>
</html>

আউটপুটঃ এই এইচটিএমএল ফাইলটি যদি সেইভ করে কোনো একটি ওয়েব ব্রাউজার দিয়ে রান করেন তাহলে নিচের আউটপুটটি দেখতে পাবেন।

This is heading 1

This is heading 2

This is heading 3

This is heading 4

This is heading 5
This is heading 6
নোটঃ এইচটিএমএল এর সবচেয়ে বড় হেডিং হচ্ছে  <h1> অর্থাৎ, এই ট্যাগ দিয়ে হেডিং লিখলে সেটির সাইজ হবে সবচেয়ে বড় এবং <h6> হচ্ছে সবচেয়ে ছোট।

ক্লাস-০৩ঃ HTML Tags

 <tagname>content goes here...</tagname>
বর্ণনাঃ 
এইচ.টি.এম.এল ট্যাগ নেইম এর উভয় পাশে একটি করে এঙ্গেল ব্রাকেট থাকে। 
 <tagname> এটাকে ওপেনিং ট্যাগ বলে এবং </tagname> এটাকে ক্লোজিং ট্যাগ বলে। ক্লোজিং ট্যাগ বোঝানোর জন্য '/'-এই চিহ্নটি ব্যবহার করা হয়। 

HTML -এর ভার্সনঃ

Version Year
HTML ----------------- 1991
HTML 2.0 ------------ 1995
HTML 3.2 ------------ 1997
HTML 4.01 ----------- 1999
XHTML --------------- 2000
HTML5 ---------------- 2014     

 
 

Monday, January 29, 2018

ক্লাস-০২ঃ এইচটিএমএল-এর বেসিক স্ট্রাকচার এবং বর্ণনা



১. <html>
২. <head>
৩. <title>..........................................</title>
৪. </head>
৫. <body>
৬. ............ 
৭. </body>
৮. </html>

বর্ণনাঃ  
লাইন-১ঃ  <html> -এটাকে এইচ.টি.এম.এল পেইজের রুট এলিমেন্ট বলা হয়।
লাইন-২ঃ <head> -এটি ডকুমেন্টের  মেটা ইনফরমেশন ধারণ করে।
লাইন-৩ঃ <title>-এটি ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে।
লাইন-৪ঃ </head> -এখানে হেড ট্যাগের ভিতরে একটি ফরোয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এটি দ্বারা একটি ট্যাগের শেষ বোঝায়।
লাইন-৫ঃ <body> -এটি ডকুমেন্টের সকল দৃশ্যমান কনটেন্ট ধারণ করে।
লাইন-৬ঃ এই ফাঁকা স্থানে অন্যান্য সকল ট্যাগ লিখা হয়।
লাইন-৭ঃ  </body>-এটি দ্বারা বডি ট্যাগের শেষ বোঝায়।
লাইন-৮ঃ </html>-এটি দ্বারা এইচ.টি.এম.এল ট্যাগের শেষ বোঝায়।

ক্লাস-০১ঃ HTML-এইচটিএমএল কি?

হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি: Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত । ইন্টারনেটে, তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।

২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার্থী ব্যাচ-০১ শিক্ষার্থী



১. মোহাম্মদ সায়েম (মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়)
২. মোহাম্মদ রাফি (মাহাতা পাঠনিকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৩. দূর্জয় চৌধুরী (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৪. প্রিয়া গুপ্তা (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
৫. মাহফুজা আকতার (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৬. আন্না দে (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
৭. তামান্না তাবাস্‌সুম (শিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়)
৮. রেশমা সুনতানা (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৯. জয়শ্রী ঘোষ (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১০. রেশমি গুপ্তা (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১১. কাশপিয়া বেলাল (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
১২. লিমা চক্রবর্তী (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১৩. কেয়া চক্রবর্তী (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১৪. শর্মি দাশ (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১৫. মোহাম্মদ আব্দুল আজিজ (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
১৬. এনজিনা বাপ্পি (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
১৭. তুয়া দত্ত (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
১৮. শাহরিনা বেগম শেফা (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১৯. সুষমা ভট্টাচার্য্য (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
২০. এনি চৌধুরী (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)

Thursday, January 25, 2018

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম।

#include<stdio.h>
int main()
{
    int l,b,area;
    printf("Enter the length : ");
    scanf("%d", &l);
    printf("Enter the breadth : ");
    scanf("%d", &b);
    area = l*b;
    printf("The area of the rectangle : %d", area);
    return 0;
}

ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম।

#include<stdio.h>

int main()

{

    float b,h,area;

    printf("Enter the base : ");

    scanf("%f", &b);

    printf("Enter the height : ");

    scanf("%f", &h);

    area = (b*h)/2.0;

    printf("Area of the triangle : %f", area);

    return 0;

}

গণিত চূড়ান্ত মডেল টেস্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের তালিকাঃ



এস.এস.সি-২০১৮                
গণিত চূড়ান্ত মডেল টেস্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের তালিকাঃ



১. মোহাম্মদ সায়েম (মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়)
২. মোহাম্মদ রাফি (মাহাতা পাঠনিকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৩. দূর্জয় চৌধুরী (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৪. প্রিয়া গুপ্তা (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
৫. মাহফুজা আকতার (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৬. আন্না দে (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
৭. তামান্না তাবাস্‌সুম (শিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়)
৮. রেশমা সুনতানা (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
৯. জয়শ্রী ঘোষ (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১০. রেশমি গুপ্তা (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১১. কাশপিয়া বেলাল (আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়)
১২. লিমা চক্রবর্তী (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১৩. কেয়া চক্রবর্তী (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)
১৪. শর্মি দাশ (আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়)