*** অষ্ঠম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিভাগে নিয়মিত কোচিং -এ ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01812754700, 01835889444. ***

Monday, January 29, 2018

ক্লাস-০২ঃ এইচটিএমএল-এর বেসিক স্ট্রাকচার এবং বর্ণনা



১. <html>
২. <head>
৩. <title>..........................................</title>
৪. </head>
৫. <body>
৬. ............ 
৭. </body>
৮. </html>

বর্ণনাঃ  
লাইন-১ঃ  <html> -এটাকে এইচ.টি.এম.এল পেইজের রুট এলিমেন্ট বলা হয়।
লাইন-২ঃ <head> -এটি ডকুমেন্টের  মেটা ইনফরমেশন ধারণ করে।
লাইন-৩ঃ <title>-এটি ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে।
লাইন-৪ঃ </head> -এখানে হেড ট্যাগের ভিতরে একটি ফরোয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এটি দ্বারা একটি ট্যাগের শেষ বোঝায়।
লাইন-৫ঃ <body> -এটি ডকুমেন্টের সকল দৃশ্যমান কনটেন্ট ধারণ করে।
লাইন-৬ঃ এই ফাঁকা স্থানে অন্যান্য সকল ট্যাগ লিখা হয়।
লাইন-৭ঃ  </body>-এটি দ্বারা বডি ট্যাগের শেষ বোঝায়।
লাইন-৮ঃ </html>-এটি দ্বারা এইচ.টি.এম.এল ট্যাগের শেষ বোঝায়।

No comments:

Post a Comment